চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

শুক্রবার, ২৬ জুন, ২০২০

প্রাচীন ভারতের ইতিহাস Ancient Indian History

প্রাচীন ভারতের ইতিহাস

প্রাচীন ভারতের ইতিহাস


102. কে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহ্বান কবেন?
উঃ কণিঙ্ক।
103.কোথায় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহান করা হয়?
উঃ কাশ্মীরের জলঙ্ধর বা কান্দাহারে।
104. 'বুদ্ধচরিত এর রচয়িতা কে?
উঃ কবি অশ্বঘােষ।
105.কুষাণ যুগে কোন শিল্পরীতির বিকাশ হয়?
উঃ গন্ধার রীতি।
106.কণিঙ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?
উঃ নাগার্জুন।
107. কোন কোন শিল্পের সমন্বয়ে গন্ধার শিল্পরীতির জন্ম?
উঃ গ্রীক, রােমান ও ভারতীয় শিল্পরীতির।
108.পার্থিয় রাজাদের মধ্যে শ্রেষ্ঠ কে?
উঃ গণ্ডোফার্নিস।
109.শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়?
উঃ ৭৮ খ্রীষ্টাব্দ থেকে।
110.সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সিমুক।
111. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে? 
উঃ গৌতমীপুত্র সাতকণী।
112. যে সাতবাহন রাজা শকদের পরাজিত করেন তাঁর নাম কি?
উঃ গৌতমীপুত্র সাতক্ণী।
113. কোন শকরাজা গৌতমীপুত্র সাতকণীর কাছে পরাজিত হন?
উঃ মহাক্ষত্রপ নহপান।
114. কোন লেখা থেকে গৌতমীপুত্র সাতক্ণী সম্পর্কে জানা যায়?
উঃ নাসিক প্রশস্তি।
115.সাতবাহন যুগে কোন কোন বন্দর থেকে রােমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য চলত?
উঃ সােপারা, কল্যাণ, লিমিরিক বন্দর থেকে।
116.  সাতবাহন শাসনব্যবস্থায় যে সব সামন্ত শ্রেণী প্রাধান্য ভাগ করত তাদের নাম কর।
উঃ মহারথী ও মহাভােজ।

117.প্রথম সাতকর্ণীর রাজধানী কোথায় ছিল?
উঃ প্রতিষ্ঠান বা পৈঠান।
118. গৌতমীপুত্র সাতক্ণীর রাজধানীর নাম কি?
উঃ পৈঠান।
119.গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শ্ৰীগুপ্ত।
120. গুপ্তবংশ কত খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ সম্ভবতঃ ২৭৫ খ্রীষ্টাব্দে।
121.কোন বছর থেকে গুপ্তাব্দ চালু হয়?
উঃ ৩২০ খ্রীষ্টাব্দ থেকে।
122. প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রীষ্টাব্দে সিংহাসনে বসেন?
উঃ ৩২০ খ্রীষ্টাব্দে।
123.কোন গুপ্ত রাজাকে 'লিচ্ছবি দৌহিত্র' বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
124.সমুদ্রগুপ্তের মায়ের নাম কি?
উঃ কুমারদেবী।
125.কোন গুপ্ত সম্রাট পরক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন?
উঃ সমুদ্রগুপ্ত।
Esees
126. কোন গুপ্ত সম্রাট হৃণ আক্রমণ প্রতিহত করেন?
উঃ স্কন্দগুপ্ত।
127.কোন গুপ্ত সম্রাট শকারি উপাধি গ্রহণ করেন?
উঃ গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান।
128. কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
129. কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন?
উঃ সমুদ্রগুপ্ত।
130. কাকে 'ভারতের নেপােলিয়ন' বলা হয়?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে।
131. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
উঃ হরিষেণ।
132.মহাকবি কালিদাস কোন্ সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
133.  দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চনা পরিব্রাজক ভারতে আসেন?
উঃ ফা-হিয়েন।
134. ফা-হিয়েনের ভারত বিষয়ক ভ্ৰমণ কাহিনীটির নাম কি?
উঃ ফো কুয়াে-কিং।
135.গুপ্তযুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
উঃ কালিদাস।
136. গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন?
উঃ ব্রাহ্মণ্য ধর্মের।
137.গুপ্ত চিত্রকলার বিকাশ লক্ষ্য করা যায় কোথায়?
উঃ অজন্তা ও ইলােরার গুহার দেওয়ালচিত্রে।
138.  গুপ্তযুগের দুজন বিজ্ঞানীর নাম লেখ?
উঃ আর্যভট্ট ও বরাহমিহির।
139. কার নেতৃত্বে ভারতে হূণ আক্রমণ হয়েছিল?
উঃ তােরমানের নেতৃত্বে।
140. ভারতে প্রবেশকারী হুণরা কি নামে পরিচিত ছিল?
উঃ শ্বেত হুণ।
141. মিহিরগুল কে ছিলেন?
উঃ ভারতে সবচেয়ে দুর্ধর্ষ হুণ নায়ক।
142. মিহিরগুলের রাজধানীর নাম কি?
উঃ শাকল, বর্তমানে শিয়ালকোট।
143.ভারতের এ্যাটিলা কাকে বলা হত?
উঃ হুণনেতা মিহিরগুলকে।
144.বাংলার প্রথম সাবভৌম নরপতি কে?
উঃ শশাঙ্ক।
145. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসূুবর্ণ।
146. শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন?
উঃ শিবের।
147.শশাঙ্কের মিত্রের নাম কি?
উঃ মালবের রাজা দেবগুপ্ত।
148. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
উঃ কনৌজ।
149.  হর্ষবর্ধন কখন সিংহাসনে বসেন?
উঃ ৬০৬ খ্রীষ্টাব্দে।
150. 'শিলাদিত্য' উপাধি কে গ্রহণ করেন?
উঃ হর্ষবর্ধন।
151.  'সকলােত্তরপথনাথ' কাকে বলা হত?
উঃ হর্ষবর্ধনকে।
152. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন?
উঃ হিউয়েন সাঙ।
153. হিউয়েন সাঙ কে ছিলেন?
উঃ চীনদেশীয় পরিব্রাজক।
154. 'হর্ষচরিতের রচয়িতা কে?
উঃ কবি বানভট্ট।
155. 'সি-ইউ-কি' গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিউয়েন-সাঙ।
156. দক্ষিণ ভারতের যে রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তাঁর নাম কি?
উঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী।
157.  বাংলার পাল বংশের প্রথম রাজা কে?
উঃ গােপাল।
158. বাংলার পালবংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ দেবপাল।
159. বাংলার সেন বংশের শেষ রাজা কে?
উঃ লক্ষ্মণ সেন।
160. কোন পাল রাজা 'বিক্রমশীল' উপাধি গ্রহণ করেন?
উঃ রাজা ধর্মপাল।
161. কোন পালরাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়?
উঃ দ্বিতীয় মহীপাল।
162. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?
উঃ দিব্য বা দিব্বোক।
163.পালবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গােপাল।
164. কোন পালরাজা কৈবর্ত বিদ্রোহ দমন করে বরেন্দ্র পুনরুদ্ধার করেন?
উঃ রামপাল।
165. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
166. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিতবর্মন।
167.চোলবংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ প্রথম রাজেন্দ্র চোল ।
168.চোলবংশের শেষ শক্তিশালী রাজার নাম কি?
উঃ চোলরাজ কুলােতুঙ্গ ।
169. কে 'গঙ্গইকোণ্ড' উপাধি ধারণ করেন?
উঃ প্রথম কুলােতুঙ্গ।
170.চোল রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি?
উঃ বিজয়ালয়।
171.মিতক্ষরা আইন কে রচনা করেন?
উঃ শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর।
172.কোন তুক্কী নেতা নদীয়া অধিকার করেন?
উঃ ইক্তিয়ারউদ্দিন মুহম্মদ বিন বক্তিয়ার খলজী।
173. বাংলার কোন রাজাকে পরাস্ত করে তু্কীরা বাংলা দখল করে?
উঃ সেনবংশীয় রাজা লক্ষ্মণ সেনকে।
174. চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম লেখ।
উঃ দ্বিতীয় পুলকেশী ।
175. কোন পল্নব রাজার আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল?
উঃ নরসিংহবর্মনের আমলে।
176. পালযুগের শ্রেষ্ঠ কবি কে?
উঃ সন্ধ্যাকর নন্দী।
177.'দানসাগর গ্রন্থটি কে রচনা করেন?
উঃ বল্লাল সেন।
178.লক্ষ্মণ সেনের সভাকবি কে ছিলেন?
উঃ কবি জয়দেব।
179. গীত গােবিন্দ' কে রচনা করেন?
উঃ কবি জয়দেব।
180. কৌলিন্যপ্রথা কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন।
181. পালযুগের শ্রেষ্ঠ চিকিৎসক কে?
উঃ চক্রপানি দত্ত।
182.পালযুগের দুজন শিল্পীর নাম কি?
উঃ ধীমান ও তাঁর পুত্র বীতপাল।
183. দীপঙ্কর শ্রীজ্ঞান তিকবতীয়দের কাছে কি নামে পরিচিত ছিলেন?
উঃ 'অতীশ' নামে।
184.পল্লব রাজাদের রথমন্দিরগুলি কোথায় অবস্থিত?
উঃ মহাবলিপুরমে।
185.পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণমন্দির কোন্টি?
উঃ আঙ্কোরভাটের বিষ্ণমন্দির।
186. সুমাত্রার শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি কি?
উঃ বরবুদুরের স্তুপ।
187. কাকে 'পৃথিবীর অষ্টম আশ্চর্য' বলে অভিহিত করা হয়?
উঃ বরবুদুরের স্থুপকে।
188. কম্বুজ রাজ্যের 'বেয়ন মন্দিরটি কোন্ দেবতার মন্দির?
উঃ শিবের মন্দির।
189. আঙ্কোরভাটের বিখ্যাত বিষ্ণু মন্দির কে নির্মাণ করেন?
উঃ কম্বােজরাজা সূর্যবর্মন।
190. শৈলেন্দ্র রাজাদের রাজগুরু ছিলেন কে?
উঃ বাংলার বৌদ্ধ পণ্ডিত কুমার ঘােষ।
191. আলবেরুনী কখন ভারতে আসেন?
উঃ সুলতান মামুদের ভারত আক্রমণের সময় তাঁর সঙ্গী হয়ে  192.'তবকাত-ই-নাসিরী' কার রচনা?
উঃ সিনহাজ-উস-সিরাজের।
193.'তারিখ-ই-ফিরােজশাহী কে রচনা করেন?
উঃ জিয়াউদ্দিন বরনী।
194.কে ভারতের তােতাপাখি' নামে পরিচিত?
উঃ আমীর খসরু।
195.আমীর খসরু রচিত একটি ঐতিহাসিক গ্রন্থের নাম কর।
উঃ খাজাইন-উল-ফুতুহ/তারিখ-ই-আলাই।
196.কিতাব-উর-রহলা (সফরনামা)' গ্রন্থটি কার রচনা?
উঃ ইবন বতুতার।
197. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে।
198. ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা?
উঃ আরবরা।
199. আরবরা কত খ্রীষ্টাব্দে সিন্ধু জয় করেন?
উঃ ৭১২ খ্রীষ্টাব্দে।
200.সুলতান মামুদ মােট কতবার ভারত আক্রমণ করেন?
উঃ সতের বার।
201.সােমনাথ মন্দির কে লুষ্ঠন করেন?
উঃ সূলতান মামুদ।
উঃ কুতবউদ্দিন আইবককে।

1 টি মন্তব্য:

  1. Fully adaptable assembly spaces, unparalleled leisure and exciting facilities. Take a minute to orient your self with 우리카지노 아벤카지노 our interactive casino map, so you'll be able to|you probably can} essentially the most of|take benefit of|benefit from} your experience on the Riverwind Casino. The position of 0 on the horizontal axis shows that you're extra probably to|prone to} lose money than to earn cash, regardless of which guess you choose. In each histograms, less than 50% of the realm is to the proper of 0. The distributions above gave us an image of the entire random sample.

    উত্তরমুছুন